Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০২৩

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং

য়ার্ন অর্থ সুতা। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং হলো সুতার ইঞ্জিনিয়ারিং।ফাইবার বা আঁশ থেকে সুতায় পরিণত করতে সকল প্রসেসিংই হল ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং।

 

সকল ধরনের ফাইবার থেকে ব্যবহারযোগ্য সুতা তৈরির জন্য ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং অত্যাবশ্যক।সবচেয়ে পুরাতন সাব্জেক্ট হিসেবে টেক্সটাইল সেক্টরের যেকোন জবের জন্য ইয়ার্ন বেসিক কোর্স। Mother of Textile নামে খ্যাত এই অনুষদ টেক্সটাইল এর ভিত্তি ।একে Legend Making সাব্জেক্টও বলা হয়ে থাকে।

 

সাবজেক্টটি বেসিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত।এর বাইরে যেসব সাবজেক্ট আছে কিংবা যেসব সাবজেক্ট ভবিষ্যতে খোলা হবে তা ফেব্রিক এবং স্পিনিং (Yarn) এর সাপোর্টিব হিসেবেই খোলা হবে। । যেমনঃ IPE, MDE…… আর সবচে বেশি ল্যাবও এই ডিপার্টমেন্ট এর- স্পিনিং ল্যাব, জুট ল্যাব, টেক্সটাইল টেস্টিং ল্যাব। দেশব্যাপী ইয়ার্ণ ইঞ্জিনিয়ারদের রয়েছে নিজস্ব ক্লাব এবং স্পিনার্স কর্নার। যারা সারা বছর স্পিনিং এর ছাত্রদের নিয়ে কাজ করে।

 

ইয়ার্ন আমাদের নিত্যদিনের সঙ্গী। ঘুম হতে ওঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে ইয়ার্নের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। কিন্তু আমরা কয়জন এ বা এর গঠনপ্রণালী, প্রকারভেদ, উৎপাদনপ্রণালী সম্পর্কে অবগত? চলুন ইয়ার্নের এই বিষয়গুলো নিয়ে জেনে আসা যাক-

 

টেক্সটাইল ইর্য়ান মূলত অবিরাম দৈর্ঘ্যের এমন এক পদার্থ যা ফাইবার /ফিলামেন্টের সমন্বয়ে তৈরি করা হয়। Carding ,Combing  ,Drawing Out  , Twisting , Spinning এই পাঁচটি ধাপে ফাইবার থেকে মানসম্মত সুতা (Yarn) পেয়ে থাকি।এরপর নিটিং, উইভিং, ফিনিশিং ইত্যাদি প্রক্রিয়া পেরিয়ে ফেব্রিক অথবা নানারকম টেক্সটাইল পণ্যে পরিণত হয়।ইয়ার্ণের কোয়ালিটি কেমন হবে, কোন ক্ষেত্রে সেই ইয়ার্ন ব্যবহৃত হবে,  কোন দেশের আবহাওয়ার জন্য তা পারফেক্ট হবে এইসব কিছু ইয়ার্নের রিসার্চ সেক্টরের মধ্যে পড়ে।  এছাড়াও কোয়ালিটি কন্ট্রোল ইন্ডাস্ট্রি লেভেলের প্রোডাকশন সহ আরও অনেক বিষয় এখানে গুরুত্বপূর্ণ।

ইয়ার্ন প্রাকৃতিক বা কৃত্রিম উভয়ই হতে পারে। নানা রকম পরিস্থিতিতে মানুষ তার নিজ প্রয়োজনে বিভিন্ন ধরনের গঠনগত পরিবর্তন এনে ইয়ার্নকে কৃত্রিম বা সিন্থেটিক ইয়ার্নে পরিণত করেছে। এমন কিছু কৃত্রিম ইয়ার্নের মধ্যে নাইলন, পলিস্টার, অ্যাক্রিলিক ইত্যাদি অন্যতম। এছাড়াও বহুল ব্যবহৃত কিছু প্রাকৃতিক ইয়ার্ন এর মধ্যে কটন, সিল্ক, উল ইত্যাদি উল্লেখযোগ্য। চলতি কথায় থ্রেড ও ইয়ার্নকে একই মনে হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন: একাধিক ফাইবার স্পিনিং করে ইয়ার্ন তৈরি করা হয়, কিন্তু দুই বা ততোধিক ইয়ার্ন শক্ত করে পেঁচিয়ে থ্রেড তৈরি করা হয়। ইয়ার্ন থ্রেডের তুলনায় কম শক্তিশালী, অন্যদিকে থ্রেড ইয়ার্নের তুলনায় অধিক শক্তিশালী। ইয়ার্নের ওজন থ্রেডের তুলনায় বেশি, অপরদিকে থ্রেড ওজনে ইয়ার্নের তুলনায় হালকা।

ফাইবার থেকে সুতা তৈরি সংক্রান্ত সকল পড়াশুনা ইয়ার্নের অন্তর্ভুক্ত।

 

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে  Yarn Engineering ডিপার্টমেন্ট এর জন্য ৩০ টা সিট বরাদ্দ আছে। সর্বমোট ১৬৬ ক্রেডিট এর কোর্স। এখানে বেশ কিছু  পিওর সাবজেক্ট এর পাশাপাশি অন্যান্য কিছু আউট কোর্সও করানো হয় যা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি , প্রোডাকশন প্ল্যানিং ও  ম্যানেজমেন্ট বিষয়ে ধারণা দেয়।

ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং সিলেবাস এর অন্তর্ভূক্ত বিষয়গুলো হল-

-ENGINEERING MATHEMATICS, 

-ENGINEERING PHYSICS,

-CHEMISTRY

-TEXTILE FIBERS,

-TEXTILE PHYSICS,

-ENGINEERING MATERIALS.

-FUNDAMENTAL OF MECHANICAL ENGINEERING.

-FUNDAMENTAL OF ELECTRICAL & ELECTRONIC ENGINEERING

-COMPUTER PROGRAMMING

-AUTOMATION &  CONTROL ENGINEERING

-STATISTICS

-TEXTILES TESTING & QUALITY CONTROL

-YARN MANUFACTURING

-FABRIC MANUFACTURING

-APPAREL MANUFACTURING

-FABRIC STRUCTURE & DESIGN

- LONG STAPLE SPINNING

-SHORT STAPLE SPINNING

-APPLICATION OF COMPUTER IN YARN ENGINEERING

-PROCESS CONTROL IN SPINNING

-UTILITY MACHINERY

-TECHNICAL TEXTILE

-TEXTILE AND APPAREL MERCHANDISING

-POLYMER SCIENCE ENGINEERING.

-WEAVING

-TEXTILE MACHINE DESIGN.

-MARKETING,

-ECONOMICS,

-ACCOUNTING AND COST  MANAGEMENT.

-INDUSTRIAL MANAGEMENT.

-SOCIOLOGY,

-ENVIRONMENTAL SCIENCE.

 

 

 

 

BUTEX,CTEC,PTEC,TECN,SKTEC,SARSTEC,SHTEC,SRTEC,DWMTEC,BTEC ছাড়াও পাবলিক কিছু বিশ্ববিদ্যালয় যেমন:- DUET,KUET,MBSTU,JUST এগুলো প্রথম দিকে সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ালেও শেষের দিকে Dept. ভাগ করে দেয়া হয়।এসব প্রতিষ্ঠান থেকে B.Sc.(Engg) শেষ করে পরবর্তীতে MSc এবং PhD  করা যায়। ডিপার্টমেন্ট ভিত্তিক বিদেশি Scholarship যদি বলি একমাত্র এই ডিপার্টমেন্ট এর আছে। প্রতি বছর Switzerland এর Rieter কোম্পানি Yarn Engineering এর মেধাবী ছাত্রদেরকে Scholarship  দিয়ে থাকে।তাছাড়াও  U.S.A., Germany, Japan, SOUTH Korea , Australia, Europe, TURKEY, Russia  এর মত দেশগুলো থেকেও  MSc কিংবা PhD  ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে।

দেশে সরকারী ভাগে প্রতি বছর মাত্র ৬০০(±)জন শিক্ষার্থী ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পায়।

 

টেক্সটাইল গবেষণার ভিত ই হল ফাইবার। যার পুরোটার Yarn Engineering এর আওতাধীন। এর সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছুটা মিল থাকায় বাইরের দেশেও রয়েছে ব্যাপক চাহিদা। বুটেক্সেও অভ্যন্তরীণ যত গবেষণা হয়, বেশীরভাগ ই হয় ফাইবার নিয়ে। বর্তমানে জুট এবং কলার সূতা নিয়ে গবেষণা চলছে। টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হলে সবার আগে Yarn এর ডেভেলপমেন্ট করতে হবে। তাই গবেষণার খাতও অনেক বিস্তৃত। Artificial Fiber Development এর ব্যাপার ত আছেই। BMW গাড়ীতে যে জুট কম্পজিট ব্যাবহার করা হয় তাও Yarn এর ফসল।

ক্যারিয়ারঃ Yarn Engineering থেকে যে কোন দিকে শিফট করা গেলেও এর রয়েছে বিশাল জব সেক্টর। বাংলাদেশে প্রায় ৩২০ এর মত স্পিনিং মিল রয়েছে। যার প্রতিটায় প্রচুর ইঞ্জিনিয়ার লাগে।এখানে স্টার্টিং সেলারি ২০,০০০ থেকে শুরু হলেও যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে খুব তাড়াতাড়ি GM, AGM হওয়া সম্ভব। খুব তাড়াতাড়ি ফাইবার এর নতুন ডিপার্টমেন্ট আসবে। শিক্ষকতায় যাদের ইচ্ছা তাদের জন্যও সুযোগ সবচেয়ে বেশি। বিসিএস এর মাধ্যমে টেক্সটাইল কলেজগুলোতে শিক্ষকতা করার সুযোগ রয়েছে।সারাদেশেও এই সাবজেক্ট এর শিক্ষক সংকট রয়েছে।  হাঁটি হাঁটি,পা পা করে  ইয়ার্ণ ইঞ্জিনিয়াররা নিজেদের কাজের মাধ্যমে  তাদের"Mother of Textiles" কিংবা "Legend Making Department" কে আরো সাফল্যমণ্ডিত করছে।