Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৩

ডিবেটিং ক্লাব

একটি ক্যাম্পাসকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তার ক্লাব ও ক্লাব সংশ্লিষ্ট মানুষ গুলো অগ্রণী ভূমিকা পালন করে। ক্লাবের মানুষ গুলোর বিচক্ষণতা ; নিরন্তর চেষ্টায় অজপাড়াগাঁয়ের কোনো ক্যাম্পাসের সুনাম ও ছড়িয়ে যেতে পারে জাতীয় পর্যায়ের বড় বড় বিশ্ববিদ্যালয়ের সবার মুখেমুখে।   অনুরূপ আমাদের এই ছোট ক্যাম্পাসটির পরিচয়ও জাতীয় পর্যায়ে তুলে ধরতে যে ক্লাব গুলো নিরন্তর খেটে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে TECN Debating Society. বিতর্ক একটি শিল্প। যেখানে অপরকে ঘায়েল করতে অস্ত্রের দরকার হয় ঠিকই ;তবে তা কোনো গোলা বারুদ নয় বরং মস্তিষ্ক নি:স্বৃত শাণিত যুক্তি। যার সুনিপণতায় মুহূর্তেই নিশ্চুপ করে দেওয়া যায় অন্যকে। বিতর্ক মানুষকে ভাবতে শেখায় ; সুস্থ চিন্তায় উদ্ধুদ্ধ করে; শেখায় প্রমিত ভাষায় ব্যবহার। এছাড়াও নার্ভ ধরে রেখে অন্যের সব যুক্তি শুনে বিন্দুমাত্র না দমে নিজের যুক্তি উপস্থাপন করার মতো সাহস; আত্মবিশ্বাস মানুষ কে যোগায় এই বিতর্ক চর্চা। আর এসব বিষয় মাথায় রেখেই শান্তনু শুভ্রদাদের হাত ধরে আমাদের ক্যাম্পাসে বিতর্কের চর্চা চলে আসছে। তবে ক্লাব হিসেবে পূর্ণাঙ্গ ভাবে পথচলা শুরু হয় ২০১৬ সাল থেকে। যার অগ্রণী ভূমিকায় ছিলেন ৫ম ব্যাচের কয়েকজন আগ্রহী ছাত্র । পরবর্তীতে সেই গুরুদায়িত্ব নিজেদের কাধে নেন পরবর্তী ব্যাচগুলোর ছাত্ররা। অসংখ্য নিবেদিত প্রাণ কর্মীদের হাত ধরেই এই ক্লাব আজকের এই পর্যায়ে ; যাদের প্রতি এই ক্যাম্পাস চিরকৃতজ্ঞ। খুব বেশিদিনের পুরোনো নয় আমাদের এই ক্লাব টি। অন্যান্য ক্যাম্পাসের  মতো তেমন আর্থিকভাবে কিংবা জনপ্রিয়তায় এখনো সমৃদ্ধ নই আমরা। তবে তা সত্ত্বেও আমরা কিন্তু বসে থাকি নি। নিরলস চেষ্টা করে যাচ্ছি ক্লাবের উন্নয়নে৷ সাফল্য যে ধরা দেয় নি তাও নয়। জাতীয় পর্যায়ের বিতর্কে বেশ ক'বার অংশগ্রহণ করেছি আমরা। টেক্সটাইল অলেম্পিয়াড প্রতিযোগিতায় ছিনিয়ে এনেছি শ্রেষ্ঠত্বের মুকুট।  আমাদের ক্লাবের সদস্যরা এছাড়াও অংশগ্রহণ করেছে Model United Nations (MUN); ISCEA Prize (Global Supply Chain Case Competition) এর মতো প্রতিযোগিতাগুলোতে যেখানে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সদস্যরাও অংশগ্রহণ করে এবং ISCEA Prize -এ আমাদের দুটি দল কর্তৃত্বের সাক্ষর রাখে। আর এই কৃতিত্বে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছে TECNDS। প্রতিবছর TECNDS এর পক্ষ থেকে আয়োজিত হয় বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা। যা সাড়া ফেলে পুরো ক্যাম্পাসে। প্রতিটি ব্যাচের বিভিন্ন তুখোড় বিতার্কিকদের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করে পুরো ক্যাম্পাস। TECNDS শুধুমাত্র বিতর্কতেই সীমাবদ্ধ নেই। এটি সমান ভাবে ছাত্রছাত্রীদের চিন্তা করার দক্ষতা ; উপস্থাপনক্ষমতা বাড়াতেও বদ্ধপরিকর। তাই তো আয়োজন করা হয় "TexTonic " যেখানে মূলত ছাত্রছাত্রীদের কনটেন্ট রাইটিং ক্ষমতা ; প্রেজেন্টেশন স্কিল ইত্যাদি যাচাই করা হয়। এছাড়াও রয়েছে সপ্তাহ ভিত্তিক সেশনের ব্যবস্থা যেখানে প্রতি সপ্তাহেই নবীণদের জন্য সুযোগ রয়েছে প্রতিনিয়ত অভিজ্ঞদের কাছ থেকে বিতর্কের নানা কৌশল আয়ত্তের সুযোগ। সম্প্রতি TECNDS আরো বড় পরিসরে নিজেদের পরিচিত করছে ক্যাম্পাস জুড়ে। যারা জন্য তারা হাতে নিয়েছে রম্যবিতর্ক ও ইংলিশ স্পিকিং এর মতো কার্যক্রম।  একটি ক্লাবের প্রাণ হলে ক্লাবের মানুষ গুলো।তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিকতায় ক্লাবটিকে নিয়ে যেতে পারে সাফল্যের উচ্চ শিখরে।আমাদের TECNDS ও তার ব্যতিক্রম নয়৷ শত বাধা আর সীমাবদ্ধতার মাঝেও ক্লাব টির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় ক্লাব এগিয়ে যাচ্ছে তার নিজ গতিতে ; বিতর্কের আলো একটু একটু করে ছড়াতে চেষ্টা করছে পুরো ক্যাম্পাসজুড়ে! সেই সাথে সকলের দৃঢ় বিশ্বাস সকলের স্বতস্ফুর্ত সহযোগিতায় TECNDS ক্যাম্পাসের গন্ডি পেরিয়ে দিগবিদিক জয়ের ধারা আরো বাড়িয়ে তুলবে জাতীয় হতে আন্তর্জাতিক পর্যায়েও এবং TECNDS এর সাফল্যের আলো ছড়িয়ে পরবে সর্বত্র।