Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৩

অক্ষর - সাংস্কৃতিক ক্লাব

লালন-রবীন্দ্র-নজরুল কাঁধে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে দেয়ালে। বাংলা সাহিত্য-সঙ্গীতের তিন দিকপাল। নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি অতিপরিচিত দেয়ালচিত্র। এই আর্টটি যে ক্লাবের ইঙ্গিতবাহী তার নাম — অক্ষর। ২০১৬ সালের ২১শে ফেব্রুয়ারি, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর’ এর। প্রতিষ্ঠাকাল থেকে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি ‘অক্ষর’ তার প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান ভাষাদিবস উদযাপনের পাশাপাশি আয়োজন করে আসছে বিভিন্ন ধাঁচের অনুষ্ঠান। এসবের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্র-নজরুল জয়ন্তী, নাট্যোৎসব, ড্যান্স ফেস্ট এবং ফোক ফেস্ট। তাছাড়া অক্ষর কর্তৃক প্রকাশিত হয় একটি সাহিত্য পত্রিকা — ‘বুনন’। ক্যাম্পাসের নবীনবরণ, র্যাগ ডে সহ যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অক্ষরের থাকে সরব ও প্রাণবন্ত উপস্থিতি। বোরিং কোনো ক্লাসে কে জানে কার কথা মনে করে হঠাৎ-ই যে ছেলে গুণগুণ করে গেয়ে উঠলো ‘আলগা করো গো, খোঁপার বাঁধন — দিল ওয়ি মেরা ফাঁস গেয়্যি!’ কিংবা যে ছেলেটি ক্রমাগত বেসুরো দিনযাপনের ফাঁদে পড়ে সুর খোঁজে গিটারের ৬ তারে; অথবা এই ঝামেলাপূর্ণ জীবনের উঁচুনিচু পথচলতে প্রতিনিয়ত ছন্দপতনের ফলে, নৃত্যের অলংকারে জীবনে ছন্দ ফিরিয়ে আনতে চায় যে মেয়েটি; তারা সবাই অক্ষর। অক্ষরে নির্জনতা-কোলাহল, বেদনা বা উল্লাস, বিষাদ ও আনন্দ, প্রেম কিংবা বিরহ গেঁথে আমরা প্রত্যেকে মিলে একটি পরিবার — অক্ষর!